শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের রবিউল ইসলামের বাড়ি থেকে সোমবার রাত ৯ টার দিকে ভেড়া বিক্রির সময় ৪ হাজার ৫ শত জাল টাকাসহ জামাই ও শশুরকে আটক করে এলাকাবাসী ।
আটকরা হলেন, শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মুনছুর আলী গাজী (৪৮) ও কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের মিজানুর রহমান (২৮)। আটকরা সম্পর্কে জামাই-শ^শুর।
ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, মুনছুর গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জার্মানি ওষুধ বিক্রি করে। এ ছাড়া ছাগল ভেড়া কেনাবেচা করে অসহায় মহিলাদের কাছে জাল টাকা দিয়ে প্রতারণা করে আসছে। গত রোববার তার স্ত্রীর কাছ থেকে একটি ছাগল কিনে এক হাজার টাকা বাকি রেখে চলে যায়। পরবর্তীতে আরেকটি ভেড়া নেবে বলে এক হাজার জাল টাকা দিয়ে চলে যায়। সোমবার সকালে ভাইপোকে ওই টাকা দিয়ে বাজারে পাঠালে দোকানদার টাকাটি জাল বলে নষ্ট করে দেয়। তখন আমার স্ত্রী ঘটনাটি আমাকে জানান। জাল টাকা ব্যবসায়ী মনসুর ও জামাই মিজানুর রহমান সোমবারে ভেড়া নিতে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে আসে। ভেড়ার টাকা দেয়ার সময় টাকা যাচাই-বাছাই করতে গেলে জাল টাকা ধরা পড়ে। তখন এলাকাবাসী নগদ টাকা ও মোটরসাইকেলসহ দুই জনকে আটক করে ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলীকে জানান। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে গটনার সত্যতা পেয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জকে ঘটনাটি জানালে থানার এসআই পিংকু মন্ডলসহ একটি দল ঘটনাস্থলে এসে জাল টাকা ও মোটরসাইকেলটি সহ দুই জনকে থানায় নিয়ে যান। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।
শিরোনাম:
- নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে শরণখোলার জেলেরা
- মাগুরায় উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময়
- সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ
- চৌগাছায় স্বেচ্ছাশ্রমে আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার করলেন জামায়াতের কর্মীরা
- ৫ম বর্ষে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন : নানা আয়োজনে উদযাপন
- যশোরে বিটিএইচ স্পেলিং বি ঘিরে উৎসবের আবহ
- ঝিকরগাছায় ভ্যানচালক মাসুদ খুন আটক মামুনের স্বীকারোক্তি
- বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচেপড়া ভিড়

