শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর উপজেলার দীপ ইউনিয়ন গাবুরার ৯নং সোরা গ্রামের চাঁদনীমুখা বাজার সংলগ্ন নদী চরের ছোট বড় গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সকালে সরেজমিনে নদীর পাড়ে আনুমানিক ২-৩শত ছোট বড় গাছ কেটে ফেলে রাখা দেখা যায়। কিছু গাছ ইতিমধ্যেই কেটে সরিয়ে নেয়া হয়েছে। ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেন খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে গাছ গাছ কাটা বন্ধ করেন। এ ব্যাপারে গাবুরার বিট অফিসার আরিফ বলেন, শ্যামনগর থানার নির্দেশে গতকাল সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছাদুজ্জামান বলেন, গাছ কাটার খবর পেয়ে আমি গাবুরায় যেয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি। এই গাছ গুলো বনবিভাগের। উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ পেলে গাছগুলোর ব্যবস্থা নেয়া হবে। এরপরও গাছ কাটলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমি আগামীকাল ভর্তি ট্রায়াল
- মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত
- ভবদহের হিন্দু-মুসলিমরা একাট্টা হয়ে উপভোগ করছে শতবছরের মেলা
- যশোর জেনারেল হাসপাতালে চাকুসহ আটক এক
- যশোরে তানভীর হত্যা মামলার প্রধান আসামি মুসা আটক
- যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২
- বিজয় দিবস উপলক্ষে যশোরে জামায়াতের আলোচনা সভা
- রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কারও দয়ার দান নয় : নার্গিস বেগম

