শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ। শ্যামনগরের মুক্তিযোদ্ধা সংগঠককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে গতকাল বেলা ১১ টায় উপজেলার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জি, এম ওসমান গনী, বীরমুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান ডলার, সবুজ ও রাজ প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকসহ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা ফুঁসে উঠে গোলাম রেজার বিরুদ্ধে। তার বক্তব্যের প্রতিবাদ জানাতে বীরমুক্তিযোদ্ধারা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধারা সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা। এর আগে একটি বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ, সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের ছেলে আতাউল হক দোলন। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।
শিরোনাম:
- মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দৈনিক নতুন সকালের বার্তার প্রকাশনা উদ্বোধন
- সন্তানদের মধ্যে স্বপ্ন বুনে দিতে অভিভাবকদের আহবান জানালেন নার্গিস বেগম
- রোববার থেকে বেসরকারি খাতে চলবে বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেন
- সংখ্যালঘুদের বাংলাদেশী ভাবার আহ্বান অমিতের
- সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে জাতীয় মহিলা পার্টির মতবিনিময়
- যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
- যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত

