শ্যামনগর সংবাদদাতা
চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার শ্যামনগরে ছুরিকাঘাতে গোলাম হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল দশটার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবাদ চন্ডিপুর জাবাখালি গ্রামে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে প্রকাশ নিহত গোলাম হোসেনের সাথে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল প্রতিবেশী সাইফুল, ফারুক, সেলিম রেজাউলদের। বিরোধ মীমাংসায় স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশিতে প্রতিপক্ষের হাজির না হলে আদালতে মামলা করেন গোলাম হোসেন। এতে ক্ষিপ্ত হয় রেজাউল গং।
ঘটনার সময় নিজ মুরগির খামারে গেলে সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল, রেজাউল ইসলাম অতর্কিতভাবে হামলা করে গোলাম হোসেনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত ও পিটিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীরা এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের আটকের দাবিতে উত্তেজিত জনতা তাদের ঘরবাড়িতে ভাঙচুর চালায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জলদস্যু সেলিম মোড়ল (৫০), সাইফুল (৩৮), ফারুক (৩০), রেজাউল (৫৫), রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫), সাইফুলের স্ত্রী, সাইফুলের মা সফুরা, ফারুকের স্ত্রী জহুরাসহ ঘটনাস্থল থেকে নয় জনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রড উদ্ধার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, হত্যার সাথে জড়িত আসামিদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
