শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, গাবুরার চকবারা গ্রামের মোস্তফা শহীদুল্যাহ। তিনি জানান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্রাব) ঢাকা মিলনায়তনে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে জড়িয়ে তার ভাবমুর্তি ক্ষুণ্ন করাসহ ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থের জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে। তিনি জানান, চকবারা গ্রামের হযরত আলিসহ তার বাহিনী সন্ত্রাসী, ডাকাতিসহ সমাজ বিরোধী কার্যক্রমের সাথে জড়িত। তার আপন ভাই আ. রউফ ওরফে রউফ ডাকাত নামে পরিচিত।
আরও পড়ুন .. .. ডুমুরিয়ায় সড়ক রক্ষায় লোহার বার খুলে নিল দুষ্কৃতকারীরা
এমনকি তার বড় ভাই ও ভাইকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশি ও বিদেশী অস্ত্রসহ আটক করে।
এছাড়া নজরুল ইসলাম গাজী একজন ভুয়া মুক্তিযোদ্ধা।
তিনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট করে দিবে বলে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন।
এমনকি তার আপন চাচা আবুজার গাজীর কাছ থেকেও ৫০ হাজার টাকা নিয়েছেন।
মিজানুর রহমান ও আমিনুর রহমান ঠকবাজ, প্রতারক। তারা আওয়ামী লীগের দোসর।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাহজাহান, ইয়াকুব আলী, অয়েজকুরুনী ও মনজুর সরদার।

