শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা ডিজিটাল প্রযুক্তি ও স্মার্ট নাগরিক সেবায় অ্যাপ ব্যবহার বিষয়ক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাবেক চেয়ারম্যান ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অসীম কুমার জোয়ারদ্দার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুর রউফ, ইউপি সদস্য আবেদ হাসান, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইন, নীলডুমুর টুরিস্ট পুলিশ প্রতিনিধি, কৃষি সুপারভাইজার জামাল হোসেন, স্বাস্থ্যকর্মী জিল্লুর রহমান, যুব প্রতিনিধি সাইদুল ইসলাম, সমাজ সেবক আদেশ জোয়ারদ্দার, জাপান ফার্স্ট ট্রেড লিমিটেড ম্যানেজার, সাংবাদিক রুস্তম আলী, পুরোহিত তপন ব্যানার্জি, ইমাম মাওলানা রেজাউল করিম, স্মার্ট প্রযুক্তির বিষয়ক নার্গিস আক্তার, আড় পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়াদ্দার প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন সাবেক ইউপি সদস্য ও সুধীজন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version