মণিরামপুর সংবাদদাতা
পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইসলাম কারো দুশমন নয়, জাতি-ধর্ম নির্বিশেষে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম সব সময় মানুষের আক্বিদা ও অধিকার নিশ্চিত করে। মহান আল্লাহ যাকে দ্বীনের কাজে লাগালো তিনিই বড় সৌভাগ্যবান। মঙ্গলবার বিকেলে যশোরের মণিরামপুরে মাদানিনগর জামেয়া ইমদাদিয়া মাদ্রাসায় উলামায়ে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আজ জমিয়তের মুল আক্বিদা হতে অনেকেই সরে গিয়ে দ্বীনের কাজ ছোট করে ফেলছে। যা আমাদের সকলের জন্য ক্ষতিকর।

মুফতি হুসাইন আহমাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল এ্যাসেম্বলির সদস্য মাওলানা আব্দুল গফুর হায়দারি, ভারতের জমিয়ত নেতা মাওলানা মওদুদ মাদানী, মাওলানা ড. গোলাম মহিউদ্দীন ইকরাম। এছাড়া উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসি জমিয়ত নেতা আহমাদুল হক, খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা আনয়ারুল করীম যশোরী, মাওলানা নাসিরুল্লাহ প্রমুখ। এর আগে হেলিকপ্টারে চড়ে তিনি মাদ্রাসায় আসলে মাদ্রাসার পক্ষ থেকে তাকে স্বাগত জনানো হয়। পরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version