শ্যামনগর সংবাদদাতা
বৃহস্পতিবার বেলা ১টায় ওয়াইল্ড টিম সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে দুই দিনব্যাপি বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বনজীবীদের উদ্দেশ্যে বলেন সুন্দরবনের সকল সম্পদ সংগ্রহ করতে হবে নিয়ম মেনে। মুন্সিগঞ্জ লিডার্স কেএমসি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনীতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন। মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির ওসি ফরেস্টার নির্মল মন্ডলের সভাপতিত্বে ও ওয়াইল্ড টিম সাতক্ষীরা রেঞ্জের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ড টিমের সহকারী সমন্বয়কারী আবু জাফর, মধু আহরণকারী বনজীবী সাজাহান, পূর্নিমা রানী প্রমুখ। আলোচনা শেষে বনজীবীদের মাঝে ফার্স্ট এইড উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।