শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

শুক্রবার শ্যামনগর উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশায় মনোনয়ন পত্র দাখিল করলেও দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত হয়ে ড. মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় এবং দলের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে আমি মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার ঘোষণা দেন।

Share.
Exit mobile version