শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগরে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে লবণ সহিষ্ণু ধানবিজ উৎপাদন ও সংরক্ষণের উপর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লিডার্স-এর আয়োজনে এবং জেডএসপি প্রকল্পের আওতায় লিডার্স প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক করেন রনজিত কুমার বর্মণ। উপস্থিত ছিলেন লিডার্স-এর হেড অব অ্যাকাউন্টস রায়হান কবির, জেডএসপি প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন, এবং এসএলএসসিসিভিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জয়দেব জোদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স-এর টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস।
কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকবৃন্দ। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লবণ সহিষ্ণু ধানবীজের ভূমিকা, উৎপাদন কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং স্থানীয়ভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

