শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘একশনএইড’র উদ্যোগে দুই দিনব্যাপি স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
৮ মে উপজেলার অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সমাপনী অতিথি ছিলেন, একশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক অমিত রঞ্জন দে, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র, পার্লামেন্ট নিউজের সম্পাদক সাকিলা পারভীন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, সম্পাদক এস.এম মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাব উপকূলীয় প্রেসক্লাবসহ শ্যামনগরের সাংবাদিকবৃন্দ।
এ সময় একশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক বলেন, একশনএইড জলবায়ু নায্যতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
শ্যামনগরের রমজাননগরে আমাদের নতুন প্রকল্প ‘ক্লাইমেট হাব’ উদ্বোধন করা হয়েছে। ‘প্রগতি সেবা কেন্দ্র’ নাম দেয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে উত্তরণ সম্ভব সেটা নিয়ে পরামর্শসহ ক্ষতিগ্রস্থ মানুষদের সমস্যা নিয়ে ক্যালেন্ডার ক্রপ তৈরি করা হয়েছে। যা থেকে সব শ্রেণির মানুষ তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সহজে সমাধানের পথ খুঁজে বের করতে পারবে। উপকূলীয় অঞ্চলে একটি বিজ ব্যাংক তৈরি করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ায় সেখানে কৃষকরা তাদের বিজগুলো সহজে সংরক্ষণ করতে পারে।