শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের হরিতলা নামক স্থান মন্দিরের পাসে ময়লার ঝোপ থেকে গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুনের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মুসফিকের নেতৃত্বে ক্যাম্পের সদস্যরা অংশ নেন। অভিযানকালে ৫০টি শর্টগানের গুলি ও ৪ রাউন্ড ৭.৬২ এমএম চাইনিজ গুলি উদ্ধার করা হয়।

গোলাবারুদগুলোর প্রকৃত মালিক সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখছে।

এই ঘটনায় শ্যামনগর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়ায় এলাকাটি বর্তমানে নিরাপদ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি ফকির তাইজুর রহমান বলেন উদ্ধারকৃত গোলাবারুদ গুলি সেনাবাহিনী শ্যামনগর থানায় হস্তান্তর করেছে।

Share.
Exit mobile version