শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবনের দোতালায় জরুরি সাধারণ সভায় মঙ্গলবার প্রেসক্লাব সভাপতি জিএম আকবর কবিরের সভাপতি জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের বক্তব্যে প্রেসক্লাবের কার্যনির্বাহী নির্বাহী কমিটি বিলুপ্ত করার মতামত পেশ করেন।
সকল সদস্যের মতামতের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। নির্বাচন কমিটির আহ্বায়ক শেখ আফজালুর রহমান, সদস্য সচিব আবু সাঈদ ও সদস্য সর্দার সিদ্দিক। উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করবেন। পরিশেষে প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

Share.
Exit mobile version