শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
যশোর বিনোদিয়া পার্ক, ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলের রাজ্যে দিনভর সৌন্দর্য উপভোগ, প্রীতি লটারী বিজয়ীদের পুরস্কার ও সম্মানিত বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
শ্যামনগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা রনী খাতুন ( বর্তমান ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা) ঝিকরগাছা উপজেলা পরিষদ হলরুমে অতিথিদের স্বাগত জানিয়ে ঝিকরগাছার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে অপর সম্ভাবনার পথের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এর আগে শনিবার সকাল ৮ টায় প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির বার্ষিক বনভোজনের ভ্রমণ যাত্রা উদ্বোধন করেন।
পরে বিকেলে আনন্দ লটারী বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।

