শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৬১তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল হয়েছে।

বুধবার বিকেল ৪ ঘটিকা হয়তে রাতব্যাপি বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের পূর্বে জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ হুজুরের সাক্ষাৎকারমূলক বই ‘আলাপে সংলাপে’ মাওলানা এইউএম গোলাম বারী বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

মাহফিলে মাওলানা নেছার উদ্দীনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ-জামান (সাঈদ), থানার অফিসার ইন্চার্জ আবুল কালাম আজাদ, জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ এইউএম গোলাম বারী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. মুহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার গোলাম রববানী (অব.), মাদরাসার সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মান্নান।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন, শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী (ছোট পীর সাহেব, ছারছীনা দরবার শরীফ), বিশেষ বক্তা ছিলেন, ড. আব্দুস সালাম আযাদী (পরিচালক কিউএনএস একাডেমী লন্ডন) ও ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী (ভাইস প্রিন্সিপাল, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা)। এ সময় আরো উপস্থিত ছিলেন ‘আলাপে সংলাপে’ বইয়ের সম্পাদক জাকির হুসাইন, প্রকাশক ইয়াসিন মাহমুদ, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, উৎসর্গ সোসাইটির চেয়ারম্যান গাজী আব্দুর রউফ প্রমুখসহ ধর্মপ্রাণ হাজারো পুরুষ/মহিলা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেছার উদ্দীন (পীর সাহেব জয়নগরী)

Share.
Exit mobile version