শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র-গুলি, মোটরসাইকেল ও ফ্রিজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডীপুর গ্রামের এক বাসিন্দা জমি চাষ করতে গিয়ে থানার পেছনে একটি পুকুরপাড়ে কিছু অস্ত্র দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করেন তিনি। এছাড়া লুট হওয়া পুলিশের ২৪ টি মোটরসাইকেলের মধ্যে ২০ টি ফেরত পাওয়া গেছে।
ডিজিএফআইয়ের সদস্য মামুন ও ডিএসবি সদস্য রাসেল গিয়ে ৫১টি গুলি, ৫টি ম্যাগাজিন, ৪টি রাইফেল ও ২টি শটগান উদ্ধার করেন। এ সময় সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ২টি পোড়া মোটরসাইকেল ও থানার একটি ফ্রিজ পাওয়া গেছে। ডিজিএফআই প্রতিনিধি সার্জেন্ট আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক জুবায়ের আহমেদ বলেন, গত ৫ আগস্ট রাতে সাতক্ষীরা সদর থানা থেকে উপপরিদর্শক ও উপসহকারী পরিদর্শকদের ব্যবহৃত ২৪টি মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। এরমধ্যে ২০টি মোটরসাইকেল পুলিশ লাইন্সে পৌছে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। তবে তিনি তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি ফিরে পাননি বলে জানান।