বাঘারপাড়া সংবাদদাতা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোরের বাঘারপাড়া উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাঘারপাড়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক খান। এ সময় তিনি বলেন, এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দলোনের মাধ্যমে আমাদের প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছে। তাদের আত্মত্যাগ ও রক্ত আমরা বৃথা যেতে দিতে পারিনা। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ এবং পেশাজীবী ও শ্রমজীবীদের স্বার্থ রক্ষায় যারা কাজ করবে, তাদের সাথে আগামী দিনে আমরা পাশে আছি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক ডা. সুলতান মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় আগামী ২০২৫-২৬ সালের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘারপাড়া উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ও কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করানো হয়। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মনিরুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক সাহেব আলী।