বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে আব্দুল মালেক খানকে সভাপতি ও অধ্যাপক নুরুল আমীনকে সেক্রেটারি করে ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সহ সেক্রেটারি সাইফুর রহমান, সহ সেক্রেটারি (মহিলা) মাসুদা বেগম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক আকবর আলী, ট্রেড ইউনিয়ন সম্পাদক আশিক উল্লাহ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আদম আলী, পাঠাগার ও পুরস্কার ঘোষণা সম্পাদক মোহাম্মদ অহিদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক হামিদুর রহমান, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক মনিরুজ্জামান, সদস্য মুহাম্মদ দ্বীন ইসলাম, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোতুহিনুর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ অলিউজ্জামান, মোহাম্মদ নুরুল ইসলাম, ইউনুস আকন্দী, মোহাম্মদ অলিউল্লাহ। সম্মেলন শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার নির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান সম্মেলনের প্রধান বক্তা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
এর আগে শনিবার সকালে যশোরের ঈদগাহ ময়দানে আয়োজিত সম্মেলনে অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার গোটা দেশকে জিঞ্জিরাবদ্ধ করে রেখেছিলো। কারাগারে পরিণত করছিলো গোটা দেশকে। যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে পাঠানো হয়েছে কারাগারে।
শেখ হাসিনা পাশের রাষ্ট্রে বসে তার নেতাকর্মীদের উজ্জীবিত করছে, আমি টুপ করে যেকোনো সময় দেশে ঢুকে পড়বো। আমাদের স্পষ্ট বার্তা, তাকে টুপ করে দেশে ঢুকতে দেয়া হবেনা। আমরাই তাকে দেশে ফিরিয়ে আনবো। গণহত্যাকারী হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে দেশের মাটিতে। শেখ হাসিনা যে আয়না ঘরে শত সহস্র নিরীহ মানুষকে নির্যাতন নিপীড়ন করেছিল সেই আয়না ঘরই হবে তার ঠিকানা।
শ্রমিক কল্যণ ফেডারেশনের যশোর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, আব্দুর রহিম, দ্বীন ইসলাম, মনিরুল ইসলাম, আকতারুজ্জামান জহুরুল ইসলাম প্রমুখ।