শ্রীপুর সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই সনদের ওপর গণভোটকে সামনে রেখে মাগুরায় নিরাপত্তা, শৃঙ্খলা ও ভোটগ্রহণ প্রস্তুতি নিশ্চিতে কঠোর মাঠপর্যায়ের তদারকি শুরু হয়েছে।
এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নের মোট ৫৮টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি পরিদর্শনকালে সাফ জানিয়ে দেন-নির্বাচনে কোনো ধরনের শৈথিল্য, অনিয়ম কিংবা প্রভাব বিস্তারের সুযোগ দেয়া হবে না।
এ সময় তিনি ৫৮টি কেন্দ্রের ৩১৬টি ভোটকক্ষ ঘুরে দেখেন তিনি।
প্রশাসন ও জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা বলয়, নারী ও প্রতিবন্ধীবান্ধব বুথ, বিদ্যুৎ ও ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা, ভোটগ্রহণ সংশ্লিষ্ট জনবলের চূড়ান্তকরণসহ সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শ্রীপুর উপজেলার আট ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ৬২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮,৮১০ জন এবং নারী ভোটার ৭৮,৮১৪ জন। নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে পৃথক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক প্রবেশ ও বাহির পথ, ভোটার লাইনের শৃঙ্খলা, নিরাপত্তা অবস্থান, সিসি ক্যামেরা মনিটরিং, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে-এটি অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাঠে রয়েছে।”
এ সময় পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের বলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদসহ মাগুরা আর্মি ক্যাম্প কমান্ডার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
