শ্রীপুর সংবাদদাতা
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বুধবার সকালে কুমার নদের বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চায়না দোয়াড় জাল জব্দ করা হয় এবং দুপুরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল উপস্থিত থেকে এ জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান, আইসিটি সহকারি প্রোগ্রামার আহম্মেদ মাহফুজ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকনসহ আরোও অনেকে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল বলেন, প্রখর খরতাপে নদী,খাল-বিল ও জলাশয়গুলি ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে। দেশীয় প্রজাতীর মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ দোয়াড় জাল পেতে দেশীয় মাছ শেষ করে দিচ্ছে। গতকাল কুমার নদে অভিযান পরিচালনা করে দেড় হাজার মিটারের মত জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।