শ্রীপুর সংবাদদাতা:
মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নাকোল ক্যাস্প পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন।

বুধবার ভোরে উপজেলার নাকোল বাজারস্থ চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে শ্রীপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়। আটকরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের পলাশ খোন্দকার (২৩), মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের বাসিন্দা এবং ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইট গার্ড পাভেল রহমান (৩৩)। অপর মাদক কারবারি একই গ্রামের মোশারফ হোসেন মল্লিক (৪৫) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ দেবব্রত সরকার ও সঙ্গীয় ফোর্স নাকোল বাজার চৌরঙ্গী মোড় এলাকা থেকে আসামিদেরকে আটক করে তাদের কাছে থাকা ট্রলি ব্যাগের মধ্য থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। পলাতক অপর আসামিকে ধরার জোর তৎপরতা চলছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version