Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
  • তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
  • এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
  • মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
  • দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
  • চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
  • যশোরে ইয়াবাসহ নারী আটক
  • যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ডিসেম্বর ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
এআই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নড়াইল-যশোর মহাসড়ক এখন যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল, আর যারা প্রাণে বেঁচে যাচ্ছেন, তাদের অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। গত আড়াই বছরে এই সড়কে প্রাণ গেছে ৪২ জনের, আহত হয়েছেন আরও ১৪২ জন। সড়কটি সংকীর্ণ, যানবাহনের গতি অনিয়ন্ত্রিত, আর অযান্ত্রিক যানবাহনের দৌরাত্ম্যে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা-এমন অভিযোগ উঠেছে সড়ক ব্যবহারকারীদের কাছ থেকে। তবে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান আর সড়ক ও জনপথ বিভাগের দীর্ঘমেয়াদি সড়ক প্রশস্তকরণের আশ্বাসে এখনো ঝুলে আছে এই জনপদের মানুষের ভাগ্য।

২০২২ সালে পদ্মা-মধুমতী সেতু চালুর পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০ জেলার ছোট-বড় পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার পরিবহন যাতায়াতের প্রধান পথ হিসাবে ব্যবহার করছেন নড়াইল-যশোর মহাসড়ক। দিনে গড়ে প্রায় ৩ হাজার গাড়ি মধুমতী সেতু পার হচ্ছে এই সড়ক ব্যবহার করে। আর অযান্ত্রিক যানসহ শহরমুখী ছোট-বড় গাড়ির সংখ্যা দিনে গড়ে প্রায় ১০ হাজার। মহাসড়কটিতে অনিয়ন্ত্রিত গতি, বেপরোয়া অটো, ভ্যান, নসিমন, করিমন, ভটভটি চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একদিকে যেমন বাড়ছে মৃত্যুর মিছিল, অন্যদিকে হতাহতদের মধ্যে পঙ্গুত্ব, পরিবারগুলোকে নিঃস্ব হওয়ার মতো পরিস্থিতিতে ফেলে দিচ্ছে এই সড়ক। তথ্য অনুযায়ী, নড়াইল-যশোর মহাসড়কের মোট দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার, যা ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মহাসড়ক হিসেবে উন্নীত করা হয়। এর মধ্যে নড়াইল অংশের ৩০ কিলোমিটার সড়কটি মূলত ১৮ ফুট চওড়া ছিল। ২০২৩ সালে নড়াইল সড়ক বিভাগ ৪৩.৫ কোটি টাকার ব্যয়ে সড়কটির দুই পাশে ৬ ফুট করে প্রশস্তকরণ করে মোট ২৪ ফুট চওড়া করেছে।

নড়াইল-যশোর মহাসড়কে আর্তনাদ যেন নিত্যদিনের দৃশ্য। গত ১৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে সাক্ষী দিয়ে ফিরছিলেন নড়াইলে কর্মরত পুলিশের উপপরিদর্শক নিক্কন আঢ্য। যশোর-নড়াইল মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এ ঘটনায় ওইদিন পুলিশ কর্মকর্তা নিক্কনসহ আরও দু’জন নিহত হন। চলতি মাসের ১০ অক্টোবর একই সড়কে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। এই দুর্ঘটনায় ট্রাকচালক এনামুল ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে অঙ্গ হারানোর শঙ্কা নিয়ে। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এই মহাসড়কে প্রাণ হারিয়েছেন ৪২ জন আর হতাহত হয়েছেন ১৪২ জন। ২০২৩ সালে ২৪ টি দুর্ঘটনায় নিহত ১১ জন, আহত ৩০ জন। ২০২৪ সালে ২৫টি দুর্ঘটনায় নিহত ১৯ জন, আহত ৩৯ জন। আর চলতি বছরের সাড়ে ১০ মাসে দুর্ঘটনা ঘটেছে ২৫টি, এতে নিহত ১২ জন আর আহত হয়েছেন ৭২ জন।

সংকীর্ণ মহাসড়কটির বেহাল দশা, অনিয়ন্ত্রিত গতি ও অযান্ত্রিক যান চলাচলের দৌরাত্ম্য প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হিসেবে দায়ি বলে মনে করছেন সড়ক ব্যবহারকারী চালক ও যাত্রী সাধারণ। সচেতন নাগরিক মহল মনে করেন, মহাসড়ক প্রশস্ত করা ছাড়াও অযান্ত্রিক যান চলাচল বন্ধে কর্তৃপক্ষকে কঠোর ভূমিকা রাখতে হবে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন, নড়াইল-যশোর মহাসড়কে যানবাহনের চাপ বর্তমানে অত্যধিক। সংকীর্ণ এই মহাসড়কে নিয়ন্ত্রিত গতিতে যানচলাচল ও অযান্ত্রিক যানবাহন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি চালক ও যাত্রীদের আইন মেনে চলার বিষয়ে সচেতন করতে প্রচারণা অব্যাহত রয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবেই আমরা সচেতনতা কার্যক্রম চালাচ্ছি, যাতে সড়কে শৃঙ্খলা বজায় থাকে এবং দুর্ঘটনা কমে। তবে সকল ধরনের গাড়ির মালিকদের প্রতি আহ্বান, তারা যেন বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করে তবেই গাড়ি হস্তান্তর করেন।’

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘অতি গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি এক্সপ্রেসওয়েতে উন্নীত করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিল। তবে নানা প্রশাসনিক ও প্রকৌশলগত জটিলতার কারণে সেটি আপাতত সম্ভব হচ্ছে না। তবুও মহাসড়কটির গুরুত্ব বিবেচনায় আমরা সড়ক আরও প্রশস্ত করার প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করি আগামী দুই বছরের মধ্যে এই সড়ক প্রশস্তকরণের কাজ করতে পারব।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক

ডিসেম্বর ১১, ২০২৫

তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল

ডিসেম্বর ১১, ২০২৫

এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

ডিসেম্বর ১১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.