বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের গোহাটা রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শিরিন শীলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম। জেলা জাতীয় পর্টির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির সদস্য রুহুল আমিন লাভলু ও একরাম হোসেন জুয়েল, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব শেখ মুকুল, রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এসএম শাহিন আলম, কচুয়া ইউনিয়ন মহিলা পার্টির সভাপতি শারমিন নাহার, রামনগর ইউনিয়ন মহিলা পার্টির সভাপতি অজিফা বেগম, ফতেপুর ইউনিয়ন মহিলা পার্টির সভাপতি পারুল আক্তার ও সাধারণ সম্পাদক জলি বেগম।

Share.
Exit mobile version