মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে ট্রাকে করে মাটি টেনে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করার দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের সাজ্জাদ হোসেন (২২)।
আজ (মঙ্গলবার) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান ঢাকুরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।
ভূমি কর্তা আলী হাসান বলেন, সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার ডহরসিংহা এলাকা থেকে মাটি উত্তোলন করে ট্রাক ভরে কুয়াদা-ঢাকুরিয়া সড়ক বয়ে মণিরামপুর উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে ও ইট ভাটায় বিক্রি করছিলেন। তার এই কাজের জন্য জনসাধারণের চলাচল বাধাগ্রস্তসহ কাচা পাকা সড়কের ক্ষতি হচ্ছিল। এ কারণে তাকে জরিমানা করার পাশাপাশি মাটি বিক্রি বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।