বাংলার ভোর প্রতিবেদক

‘সুন্দরের পথে, আনন্দ রথে’ শ্লোগানে ‘সপ্তাহে একটি বই পড়ি’র উদ্যোগে যশোরে সাহিত্য পাঠচক্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সপ্তাহে একটি বই পড়ি’র প্রতিষ্ঠাতা শাহ্জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালক কামরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক বিধান ভদ্র ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার কুণ্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালবাবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, থিম স্পিচ প্রদান করেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

বক্তব্য রাখেন রূপালি ব্যাংক পিলএসি বিকে রোড শাখার এজিএম শহিদুল ইসলাম, দৈনিক জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক সাজেদ রহমান, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় ও স্বপ্নচারী আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ ইমরান হোসেন।

উদ্বোধনী ও সমাপনী যন্ত্রসঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সুভাষ চন্দ্র ভৌমিক।

গান পরিবেশন করেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হরেকৃষ্ণ দাস ও তাঁর কন্যা মহিমা দাস। আবৃত্তি পরিবেশন করেন মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান ও পাঠচক্র সদস্য হামিদা হিমু। প্রতিষ্ঠানটির সাবেক সাধারণ সম্পাদক সুমন রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বর্তমান সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাস।

এছাড়া পাঠচক্র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বায়জিদ হোসেন, ফাহিম, চলন্তিকা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর- রহমানসহ নতুন ও পুরাতন পাঠচক্রের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি পাঠচক্র ২০২৪-এর উদ্বোধন ঘোষণা করেন এবং নতুন সকল সদস্যের হাতে বই তুলে দেন।

Share.
Exit mobile version