বাংলার ভোর প্রতিবেদক
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লইয়ার্স কাউন্সিল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা আলাদা আলাদা ভাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যন মোহসীন আলীর কাছে এ মনোনয়ন পত্র জমা দেন। এ ছাড়া, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট ও রেফাত রেজওয়ান সেতু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জাতায়ীতাবাদী আইনজীবী ফোরমের প্রার্থীরা হলেন, সভাপতি পদে সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু, সহসভাপতি পদে গোলাম মোস্তফা (১), সাধারণ সম্পাদক পদে এমএ গফুর, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহসম্পাদক পদে সেলিম রেজা, গ্রন্থগার পদে কামরুল হাসান সোহেল ও সদস্য পদে মুন্সি মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী।
লইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আব্দুল লতিফ, সহসভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে আ ক ম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে আব্দুল করিম মন্ডল, গ্রন্থাগার সম্পাদক পদে শাহরিয়ার হক রিফাত এবং সদস্য পদে শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম।
গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে সহসভাপতি বাসু দেব বিশ্বাস ও সহকারী সম্পাদক আশরাফুল আলম।
দুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীরা দলবদ্ধ হয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, আব্দুল মোহায়মেন, মোহাম্মদ ইসহক, মঈনুল হক খান ময়না, আমিনুর রহমান, আব্দুল লতিফ লতা, আরিফুল ইসলাম শান্তি, হাসানুর রহমান আসাদ, আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান খান প্রমুখ। লইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ইমামুল হাসান, মাফুজুর রহমান, মঞ্জুর কদের আশিক, রুহিন বালুজ, আলমগীর সিদ্দিক, শাহরিয়ার হক রিফাত, রেজাউল করিম, আজহারুল ইসলাম, আব্দুর রহমান সোহাগ, তাজউদ্দিন আহম্মেদ প্রমুখ। গণতান্ত্রিক আইনজীবী সমিতির কাজী ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান বুলু, মোস্তফা হুমায়ুন কবির, দেবাশীষ ভট্টাচার্য্য, স্বপন ভদ্র, প্রশান্ত দেব নাথ, শাহরিয়ার বাবু প্রমুখ। ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ওই দিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৮ নভেম্বর শুক্রবার সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুম্মার নামাজের বিরতি থাকবে।
