বাংলার ভোর প্রতিবেদক
‘সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’ এই প্রতিপাদ্যে যশোরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সমবায় সমিতির সদস্য এবং পরিচালকদের নীতি ও আদর্শ পালনে অনীহা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, সমবায় সমাজ ও রাষ্ট্র পরিচালনার অন্যতম বড় ভিত্তি হলেও বর্তমানকালে তা পদ-পদবি ও ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার ফলে সমাজের উপকার হচ্ছে কম।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তার বক্তব্যে তিনি সমবায় আন্দোলনের বর্তমান গতিপ্রকৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন আমরা সমবায় সমিতির সদস্য হিসেবে নিজেরা নিয়ম কানুন সঠিকভাবে পালন করি না। বর্তমানে সমবায় পদ পদবির জন্য, ব্যবসার জন্য কাজ করে। দীর্ঘ ৫৪ বছরে সমবায় সমাজের খুব কম উপকারে এসেছে।

তিনি মনে করেন, সমবায় ভিত্তিক শাসন ফিরে আসলে এমনটা হত না। সমবায় আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনার একটা বড় জায়গা। সকলের চিন্তা চেতনা মন এক জায়গায় হলেই সমিতি হয়। শুধু সদস্য চাঁদা, লোন এই সব সমিতি না।

তিনি সতর্ক করে বলেন, আমাদের মনে রাখতে হবে ব্যক্তিগত স্বার্থের কারণে যেন রাষ্ট্রের স্বার্থ নষ্ট না হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সমিতির সদস্যদের সন্তানদের খারাপ পথ থেকে ফেরানোর চেষ্টা করার উপরও গুরুত্বারোপ করেন।

তিনি বিশ্বাস করেন, সঠিক সিদ্ধান্ত এবং নিয়মানুবর্তিতা অনুসরণ করা হলে সমিতির মধ্যে কোনো সমস্যা থাকবে না।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সফিউল ইসলাম, বিআরডি যশোরের উপপরিচালক কামরুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সফল সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সম্মানিতরা হলেন সোস্যাল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সার্বিক লিমিটেডের রুহুল কুদ্দুস, যশোর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি নির্মল আলবিনো হালদার, মাতবাড়িয়া মূল তন্তবায় সমবায় সমিতি লিমিটেডের সহ সভাপতি আজাহারুল ইসলাম, বণিক উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইসমাইল হোসেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version