স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, অভয়নগর উপজেলা শাখা, পৌর শাখা ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শাখার কমিটি অনুমোদন দিয়েছে যশোর জেলা ছাত্রলীগ।
সোমবার (১লা এপ্রিল) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ছড়িয়ে পড়ে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত প্যাডে ৩১ জন সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর এবং ২৮ জন সদস্য বিশিষ্ট মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
অভয়নগর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সাব্বির আহম্মেদ শান্তকে সভাপতি ও মোসাদ্দেক হায়াত রুম্মানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনজনকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে। কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতিঃ নাহিদ হাসান রবিন, ইমরান হোসেন সিরাজ, হাসিবুর কবির হাসিব, সাজ্জাদ হোসাইন, নাজমুল হাসান শাওন, শামীম হোসেন, সৈয়দ ফাহিম হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, সোহান হোসেন (একতারপুর), মোঃ শরিফুজ জামান শাকিল, মোঃ রাব্বি খান, কাজী কৌশিক আহম্মেদ প্রাপ্ত, নাজমুস সাকিব। যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফুজ্জামান রাব্বি, সজীব সরকার, শেখ ফরিদ হোসেন, মনিরুজ্জামান বাধন, আব্দুল আল মামুন আকাশ, হাসিবুর রহমান তিলক, মোঃ সাকিব আহমেদ, মোঃ আহাদ শেখ। সাংগঠনিক সম্পাদক সোহাগ মুধা, ওয়াজেব আহম্মেদ, আব্দুল হাকিম সাগর, শেখ রুকাইয়া, আসিফ নেওয়াজ, ইমন মোল্লা, তানভীর হোসেন তুর্য, মোঃ সোয়ায়েব হাসান।
যশোর জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য যে তিন জনের নাম সুপারিশ করা হয়েছে তারা হলেন, দীপংকর দাস দীপু, শেখ মোঃ আব্দুল্লাহ ও মির্জা আমিল আহমেদ তমাল।
নওয়াপাড়া পৌরসভা শাখা ছাত্রলীগের কমিটিতে আবিদ আলম সাজিদকে সভাপতি ও মোঃ সাকিবুল হাসান মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি বিপ্লব কুন্ডু, শরিফুল ইসলাম, সামসুল হক সরদার, প্রিন্স মাহমুদ, সাকিবুল হাসান, সজীব বিশ্বাস, আব্দুল জব্বার, হাসিবুল হাওলাদার, রবিউল ইসলাম বাদশাহ, আহসান হাবিব শান্ত, রায়হান শেখ, শাহিন মোল্লা, মোঃ আনিসুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক সোহায়েব হাসান অর্ক, রওশন আলী, ফারদিন আহমদেন মাহিন, মুশফিকুর রহমান, রাশেদ শিকদার, শারাফাত হোসেন লনি, নাহিদ শেখ, অন্ত কর্মকার। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব, সাব্বির আহম্মেদ, হাসিবুজ্জামান সাকিব, মোঃ শাকিল আহম্মেদ, খন্দকার তাবাসসুম আফরোজ তৃষ্ণা, সিয়াম মোল্লা, ক্যানেট বাবু জয়, মুরাদ হোসেন।
অন্যদিকে, আগামি তিন মাসের জন্য নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল নোমানকে আহবায়ক ও ফারাজী আরিফুল ইসলাম অনিক, ইমরান হোসেন শরীফ, মোঃ মোস্তাফা ফারাজী রাজ, সাকীর বিশ্বাস, পল্লব কুমার শীল ও রিয়াজুল ইসলাম রাতুলকে যুগ্ম-আহবায়ক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, অথৈ জামান লিছা, শাহ্ সাবাব জ্যাকি, ইমন আল মাহিম, ইমরুল কায়েস, তৈমুর শেখ, দুর্জয় দত্ত, মিরাজ আকুঞ্জি, রাব্বি শিকদার, ইমরান হোসেন, তাওহিদ ইসলাম, অনির্বান মন্ডল, মামুন ফকির, শরাফাত হোসেন, ফয়সাল আহমেদ, মোঃ রিপন (মথুরাপুর), মোঃ সাজিদ ফারদিন, কৃষ্ণ দাশ, মোঃ অপু আহম্মেদ, মোঃ সামি, শহিদুল ইসলাম অপি ও আবির হোসেন।
একই সাথে তিন ইউনিটের কমিটি ঘোষণার পর নবগঠিত অভয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ শান্তর নেতৃত্বে কমিটিকে সাধুবাদ ও অভিনন্দন জানিয়ে রাতেই উপজেলা শহরে আনন্দ মিছিল করা হয়েছে।
এব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাই ও সম্পাদক ইনান ভাইয়ের উপস্থিতিতে সম্মেলন করার পর অভয়নগরে ছাত্রলীগের ৩ টি ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। স্মার্ট, তারুণ্য নির্ভর ও মুক্তবুদ্ধি চর্চায় বর্তমান ছাত্র সমাজের প্রিয় সংগঠন যশোর জেলা ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিট গতিশীল ও সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করার লক্ষে ধারাবাহিক ভাবে সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠনের এই কার্যক্রম অব্যহত থাকবে।’
উল্লেখ্য, গত ২৯ শে ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতৃবেন্দুর উপস্থিতি একই সাথে অভয়নগর উপজেলা, পৌর ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের এক মাস পর জেলা ছাত্রলীগ তিনটি ইউনিটের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে।