বাংলার ভোর প্রতিবেদক
সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এমএম কলেজ) তারুণ্যের উৎসব ২০২৫ এর বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজের আব্দুল হাই কলা ভবনের ২১৩ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন। সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর অনুষ্ঠানের সভাপতি প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিক স্বাগত বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার আহ্বায়ক হাসান ইমাম ও সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি রাসেল হাসান, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন কলেজ শাখার আহ্বায়ক নাজমুল হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং কলেজের সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
অধ্যক্ষের বক্তব্যের পর তারুণ্যের উৎসবের ৭ ইভেন্টে (৫টা বিভাগীয় ইভেন্ট এবং ২টি ব্যক্তিগত ইভেন্ট) বিজয়ী বিভাগ এবং শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও মূল্যবান বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আশরাফুজ্জামান।