Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বুদ্ধিজীবী দিবসের আলোচনা জামায়াত নেতৃবৃন্দ
  • যশোরে সড়কে গেল যুবকের প্রাণ
  • যশোরের এসপির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
  • দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে বিএনপি : অমিত
  • শহীদ বুদ্ধিজীবী দিবস গভীর শ্রদ্ধায় যশোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
  • যশোরে দুদকের জালে ক্ষমতার আবর্তে থাকা এমপি মন্ত্রী আমলারা
  • যশোরে বিজয় দিবসের উৎসবে গান আর নাচে মুখর টাউন হল ময়দান
  • বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ডিসেম্বর ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সরে গেলেন রনজিত লড়াই হবে লাঙ্গল আর নৌকায়

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন ওই আসনের বহুলালোচিত বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায়।
গতকাল বেলা ১টার দিকে এ কথা নিজেই জানান তিনবারের সংসদ সদস্য রনজিত কুমার রায়।
এর ফলে দীর্ঘ ১৫ বছর পর রনজিত মুক্ত হলো যশোর-৪ আসনের আপামর মানুষ। নানা অপকর্ম ও দুর্নীতি-স্বজনপ্রীতি আর সন্ত্রাসের সমালোচিত এই এমপির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনায় এই আসনে নির্বাচন নতুন মোড় নিয়েছে।
ওই আসনের রাজনীতি সংশ্লিস্টদের সাথে কথা বলে জানা গেছে, রনজিত সরে যাওয়ার ফলে এ আসনে এখন মূলত লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের সাথে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট জহুরুল হকের সাথে। তারা বলেন, এনামুল হক বাবুল অভয়নগরের বাসিন্দা অপরদিকে জহুরুল হক বাঘারপাড়ার বাসিন্দা। পৃথক এই দুই উপজেলায় ওই দুই প্রার্থীর আলাদ ভোট ব্যাংক আছে। এছাড়া সদরের বসুন্দিয়া ইউনিয়টি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। এতে করে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ভোট বেশ কিছুটা এগিয়ে থাকে। সেই সাথে দুই উপজেলার বিএনপি বা আওয়ামী বিরোধী ঘরানার ভোট যদি লাঙ্গলের প্রার্থী টানতে পারেন তাহলে হয়তো তার ভাগ্যে শিঁকে ছিড়তে পারে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাটা জোর হবে।
তবে রাজনীতি সংশ্লিষ্ট অপর একটি পক্ষ বলছে, বর্তমান সংসদ ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে গেলেও আদৌ তিনি এবং তার কর্মী সমর্থকরা নৌকার কাজ করবেন বা ভোট দেবেন নাকি শুধু দলের সিদ্ধান্ত মানতেই তিনি ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে, দলীয় নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে এমপি রনজিত রায় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রতীক ছিল ঈগল।
আমি বরাবরই বলে এসেছি নৌকার বিপক্ষে কখনও নির্বাচন করবো না। সে কারণেই প্রতীক বরাদ্ধের পরও আমি কোনো প্রকার প্রচারণা চালাইনি।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রনজিত কুমার রায় ২০০৮ সালে ৯ম জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ওই নির্বাচনে রনজিত কুমার রায় পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৯৫৮ ভোট।
সেবার নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৯৭ হাজার ৫২০ ভোট।
এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রনজিত কুমার রায়। এ নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন ৭৬ হাজার ৯৪২ টি।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নিজ দলের প্রার্থী অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। ওহাব কলস প্রতীক নিয়ে পেয়েছিলেন ৩৬ হাজার ২৮০ ভোট।
সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বিপুল ভোটে আওয়ামী লীগের নৌকার প্রার্থী রনজিৎ কুমার রায় জয়লাভ করেন। তিনি ভোট পেয়েছিলেন ২ লাখ ৭৬ হাজার ২৮১ ভোট।
রনজিত কুমার রায়ের নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী টি এস আইয়ূব পেয়েছিলেন ২৫ হাজার ৯১৯ ভোট।
এই আসনে আরো প্রার্থী হয়েছেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে অ্যাডভোকেট জহুরুল হক, তৃণমূল বিএনপির লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল (নোঙ্গর) ও (মিনার) প্রতীক নিয়ে ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বুদ্ধিজীবী দিবসের আলোচনা জামায়াত নেতৃবৃন্দ

ডিসেম্বর ১৫, ২০২৫

যশোরে সড়কে গেল যুবকের প্রাণ

ডিসেম্বর ১৫, ২০২৫

যশোরের এসপির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

ডিসেম্বর ১৫, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.