বিবি প্রতিবেদক
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দৈনিক আজকের পত্রিকার যশোরের মণিরামপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন পৌর যুবলীগের সভাপতি লুৎফর রহমান। সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে হুমকি দেন তিনি। এরপরই ওই অডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। লুৎফর রহমান মণিরামপুর উপজেলা ক্লাবেরও সভাপতি।
তবে বিষয়টি ইয়ার্কি বলে উড়িয়ে দিয়ে যুবলীগ নেতা লুৎফর রহমান জানান, আনোয়ার হোসেন আমার সম্পর্কে বেয়াই। ও আমাকে নিয়ে নাড়ানাড়ি করে। তাই ইয়ার্কি করেছি ।
সাংবাদিক আনোয়ার হোসেন জানান, সোমবার বিকেলে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, ‘লিখতে পড়তে না জানা লোকও প্রেসক্লাবের সভাপতি হন, এটা মণিরামপুরে না দেখলে বিশ্বাস করতাম না।’ এরপর পৌর যুবলীগের সভাপতি লুৎফর রহমান তাকে মোবাইল ফোনে চোখ তুলে নেয়াসহ নানা হুমকি দেন। এ দিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনরা বিরূপ মন্তব্য করেছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
- যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
