বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতৃবৃন্দ।

বুধবার এক শোকবার্তায় জেইউজের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিনসহ নির্বাহী কমিটির নেতারা বলেন, ‘রুহুল আমিন গাজীর মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী সাংবাদিককে হারালো। তার চলে যাওয়া গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখতে সাংবাদিক রুহুল আমিন গাজীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। সেটি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করবে।- সংবাদ বিজ্ঞপ্তি

Share.
Exit mobile version