বাংলার ভোর প্রতিবেদক
প্রেসক্লাবে যশোরের সাবেক নেতা, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সদস্য, দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আলম স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলমের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ ও তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সাংবাদিক শাহাবুদ্দিন আলমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাবের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ দিনু আহমেদ, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান বকুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইমাম মোক্তার আলী।