বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে সংগঠনের সদস্যরা ছাড়াও শতাধিক গণমাধ্যকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পার হলেও বিচার হয়নি। এটি সাংবাদিক সমাজের প্রতি চরম অবিচার। তারা অবিলম্বে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের জোর দাবি জানান। বক্তারা আরো বলেন, সাংবাদিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক কেন্দ্রীয় সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)-এর সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ, সাবেক সভাপতি আয়ুব হোসেনসহ প্রমুখ

