বাংলার ভোর প্রতিবেদক
ফ্যাশনে বৈচিত্র ও নতুনত্ব নিয়ে যশোরে ‘ঢাকা বস্’ এর আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ঢাকা চট্টগ্রামের পর যশোর শহরের ধর্মতলায় শুক্রবার বিকালে ৬ষ্ঠ এই আউটলেট উদ্বোধন করেন নাট্য অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। উদ্বোধনকালে তিনি বলেন, ‘মানুষ দিন দিন ফ্যাশনে বৈচিত্রময় হয়ে উঠছে। আসা করি এই আউটলেট যশোরবাসীর ফ্যাশনে প্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, ‘ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ পেয়েছি। একজন সাংস্কৃতিককর্মী হিসাবে প্রত্যাশা করি, সবার মত প্রকাশের স্বাধীনতার। সমাজের হাসি কান্না সবকিছুই প্রকাশ করতে পারি। সাংস্কৃতিক কর্মীদের কোন বাঁধা না আসে এমন বাংলাদেশ প্রত্যাশা করি। আমরা যখন কোন অভিনয় করি, তখন তো সমাজ, সমাজের মানুষকে উপস্থাপন করি। তাই এসব মানুষগুলোর সব ধরণের কথা যাতে বলতে পারি এমন একটা স্বাধীন জায়গাই চাইবো।’
উদ্বোধন শেষে আউটলেট ঘুরে দেখেন এই নাট্য অভিনেত্রী।’ ঢাকা বস্ ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেন জানান, ‘চট্টগ্রামে দুটি ও ঢাকায় তিনটি ঢাকা বস্ আউটলেট রয়েছে। যশোরবাসীর প্রত্যাশা অনুযায়ী এখানেও একটি আইটলেটের যাত্রা শুরু হলো। তিনি জানান, শিক্ষার্থীদের সাশ্রয়ী বান্ধব একটি পোশাকের আউটলেট রাখার চেষ্টা করি আমরা। এখানে যারা কাজ করে; তারাও সবাই শিক্ষার্থী। এখান থেকে অর্জিত লভ্যাংশের ৫০ শতাংশ টাকা দুস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। কেনাকাটায় শিক্ষার্থীদের আইডিকার্ড দেখালে তারা বিশেষ ছাড়ও দেওয়া হয় বলে জানান তিনি।