বাংলার ভোর প্রতিবেদক:
জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার পরিচালনার সুযোগ পেলে সাংস্কৃতিক কর্মীদেরকে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার সন্ধ্যায় যশোর ক্লাব মিলনায়তনে আয়োজিত যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অমিত।

যশোর সাহিত্য পরিষদের সভাপতি শাহিন ইকবালের সভাপতিত্বে এ সময় তিনি সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের কাজের মাধ্যমে কোনভাবেই যেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিপরীতে কোন কিছু না উঠে আসে।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে আপনার ভূমিকা রাখবেন। এজন্য প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। যশোরের মানুষ হিসেবে আমি আপনাদের সাথে নিয়ে একসাথে পথ চলতে চাই, একটা ইতিবাচক রাজনীতি সংযুক্ত করতে চাই।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিবর্তন যশোরের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু, তির্যকের দিপংকর দাস রতন, উদীচির সভাপতি আমিনুর রহমান হিরু, সুরবিতানের সাধারণ সম্পাদকত বাসুদেব বিশ্বাস, কবি কাসেদুজ্জামান সেলিম প্রমুখ।

এছাড়া যশোরের সকল সাহিত্য, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। যশোরের সাংস্কৃতিক কর্মীবৃন্দের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন শব্দ থিয়েটারের সভাপতি মুস্তাক আহমেদ পলাশ।

Share.
Exit mobile version