বাংলার ভোর প্রতিবেদক
যশোর থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা ‘যশোরের কাগজের’ ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শনিবার পৌর কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে কেক কাটা হয়। এর আগে যশোরের কাগজের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের ফুলেলে শুভেচ্ছা জানানো হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় যশোরের কাগজের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক রাকিবুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা আঞ্জেলা গোমেজ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মানুম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আক্তারুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, যশোর সরকারি মাইকেল মধুসূধন মহাবিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন, লেখক ও সাবেক ব্যাংকার ফকির আকতারুল আলম প্রমুখ।
যশোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকা সম্পাদক ও কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, লোকসমাজের পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার কবীর নান্টু, দৈনিক কল্যণের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দ্দৌলা মিথুন ও ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দীন টিপু, বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক স্পন্দনের পক্ষে সাংবাদিক মনোতোষ বসু, দৈনিক সমাজের কথার পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মানুন ও বার্তা সম্পাদক মিলন রহমান, প্রজন্ম একাত্তর সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষে সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, ফটো জার্নালিস্ট এসোশিয়ন যশোরের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মিলন রহমান, ট্রেড ইউনিয়ন নেতা মাহবুবুর রহমান মজনু, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, আবুল হোসেন, আমিনুর রহমান হিরু, ব্লাস্ট সমন্বয়ক অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবির, আইইডি যশোর অফিসের ব্যবস্থাপক বীথিকা সরকার, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি প্রণব দাস, তথ্য কর্মকর্তা এলিন সাঈদুর রহমান, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা ও পিঠা পার্কের পক্ষে নাবিলা সুলতানা দিশা ও মল্লিকা আফরোজ, ব্রান্ড কালেকশনের স্বত্বাধিকারী শাহেদ হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কল্যাণের স্টাফ রিপোর্টার ও যশোরের কাগজের বিশেষ প্রতিবেদক রায়হান সিদ্দিক।