সাতক্ষীরা সংবাদদাতা:
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল খেলা শেষে ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়।

খেলাাায় তিতুমীর ফাইটার্স টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে ১৩০ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে খালিদ রাইডার্স ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১২ রান করে পরাজয় বরণ করে রানার্সআপ হন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিঁতুমীর ফাইটার্স দলের ফ্র্যাঞ্চাইজি ডা. আসাদুল্লাহ আল গালিব, তিঁতুমীর ফাইটার্স দলের ক্যাপ্টেন মন্জুরুল ইসলাম খান, খালিদ রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি ডা. হুমায়ুন কবির, ক্যাপ্টেন শেখ শরিফুল আওয়াল।

Share.
Exit mobile version