সাতক্ষীরা সংবাদদাতা
“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবি‘র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের। র্যালিটি হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবির জেলা কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারী প্রকৌশলী এমএম এ আবু জায়েদ বিন গফুর।
এ সময় আরো বক্তব্য রাখেন, আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম সরোয়ার, সদস্য ও নবজীবন পলিটেকনিক এর সাবেক অধ্যক্ষ প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী শেখ আব্দুল আলিম, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, দপ্তর সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সের সভাপতি আনিছুর রহমান পলাশ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাকটর (আরএসি) প্রকৌশলী ফারুকুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু নাঈম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা।

