সাতক্ষীরা সাংবাদদাতা

সাতক্ষীরায় প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতক্ষীরা জেলার আয়োজনে আজ (বুধবার) সকাল সাড়ে ১০ টায় শহরের ইটাগাছা এলাকায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পিবিআই সাতক্ষীরার ইনচার্জ সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম।

কর্মশালায় উপস্থিত ছিলেন, পিবিআই ইন্সপেক্টর রেজাউল করিম, ইন্সপেক্টর মো. আখতারুজ্জামান, বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, ক্যামেরা পার্সন সাকিব জামানসহ আরো অনেকে।

কর্মশালা থেকে এসময় প্রেস রিলিজ ও ভিডিও এডিটিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। কর্মশালায় সাতক্ষীরা ও যশোর জেলায় কর্মরত ২৩ জন পিবিআই সদস্য অংশগ্রহণ করেন।

Share.
Exit mobile version