সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় বাস চাপায়আ মানুল্লাহ (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমানুল্লাহ তার ভ্যান নিয়ে সাতক্ষীরার দিক থেকে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, নিহত আমানুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version