সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে দুই জন ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় এবং অপর দুইজনকে ফেনসিডিলসহ আটক করা হয়।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সাতক্ষীরাস্থ বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার রাজারবাগান এলাকার জামাল বাদশা ও হাসান আলী, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাতিয়ারা থানার যাত্রাগাছি গ্রামের: মিজান আলী ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেখ আলিমুর রহমান।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবির একটি টহল দল লক্ষিদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেনসিডিলসহ জামাল ও হাসানকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
এছাড়া অপর এক অভিযানে ভোমরা বিওপির সীমানা পিলার থেকে ২০০ গজ অভ্যন্তরে লক্ষিদাড়ি সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় আলিমুর ও মিজানকে আটক করা হয়। তিনি আরো জানান, আটকদের সকলকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সিজার স্টোরে রাখা হয়েছে।