শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগরের নীলডুমুর এলাকা থেকে পাঁচ কোটি টাকার ক্রিস্টাল আইসসহ নানা ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে শ্যামনগরের কালিগঞ্জে সীমান্ত থেকে এসব মালামাল উদ্ধার করেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের সদস্যরা।

নীলডুমুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মালামাল আসছে। এরপর বুধবার গভীর রাতে নীলডুমুর বিজিবি-১৭ ব্যাটালিয়ন সদস্যরা শ্যামনগর কালিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ক্রিস্টাল মেথ আইস এক কেজি, ভারতীয় ফেনসিডিল ২৯ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় শাড়ী ৬ পিস, শাখা ১৩ জোড়া, সিঁদুর ১২ পিস, ইমিটেশনের চেইন ১০০ পিস উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, আটক মালামালের আনুমানিক মূল্য পাঁচ কোটি এক লাখ সাত হাজার টাকা হতে পারে। পরে জব্দ এসব মালামাল শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version