সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিন মাদক কারবারিকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনা ও পুলিশ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদের নেতৃত্বে সেনা ও পুলিশের যৌথ টিম শহরের গড়েরকান্দা এলাকায় এ অভিযান চালিয়ে আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার আবদুর রহিমকে আটক করে।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি ছুরি, সাতটি চাকু, একটি লাঠি, ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়।

সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ বলেন, আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের দিয়ে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version