সাতক্ষীরা সংবাদদাতা

৯ দফা দাবিতে সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে সাতক্ষীরা শহরের অভ্যন্তরে দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড় থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার খুলনা রোড মোড়ে এসে অবস্থান গ্রহণ করেন।

এ সময় তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না বলে নিশ্চয়তা দিলে পুলিশ তাদের শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করেন। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে খুলনা রোড মোড় থেকে মিছিল নিয়ে নারকেলতলা এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।

সহস্রাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে খুলনা রোড মোড়ে জড়ো হলে আশে পাশের ব্যবসায়ীরা ভয়ে দোকান বন্ধ করে দেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করেছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version