সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় মাসিক সভা জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার সাকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সকল ধরনের সমস্যা ও যেকোনো ধরনের অসুবিধা তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নিতে সকল কর্মকর্তাদের দায়িত্ব শীল হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক জেলা ও উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের মতামত নিয়ে বিভিন্ন ধরনের সমাধানের কথা বলেন।
জেলার মানুষের নৈতিক চাহিদা, শহরের যানজট মুক্ত, আইনশৃঙ্খলা, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বিআরটিএ ও সাবরেজিষ্ট্রি অফিসসহ সকল অফিস থেকে দুর্নীতি ও জনগণের হয়রানি যাতে না হয় তার জন্য প্রত্যেককে সজাগ হতে বলেন।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সজীব খান, ডিডি এলজি মাসরোবা ফেরদৌস, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার রুহুল কুদ্দুস, এডিসি জেনারেল সরোয়ার হোসেন, নির্বাহী শিক্ষা প্রকৌশলী রিংকন বিশ্বাস, এলজি ইডি নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, খামার বাড়ির ডিডি সাইফুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জনসাস্থ্য নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামসহ সাতটি উপজেলার নির্বাহী অফিসার ও জেলা পর্যায়ে সকল অফিসার উপস্থিত ছিলেন।