সাতক্ষীরা সংবাদদাতা:
বাংলাদেশের স্কাউটস এর আওতাধীন সাতক্ষীরা জেলা স্কাউট ভবনের উর্ধমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি আফরোজা আখতার।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক সম্পাদক প্রফেসর মনিরুজ্জামান,

খুলনা আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি এম ঈদুজ্জামান, খুলনা আঞ্চলিক স্কাউটসের উপ-পরিচালক লতিফ উদ্দিন আহামেদ, সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলার রোভার’র প্রাক্তন কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক,

কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সাবেক সম্পাদক এসএম আসাদুজ্জামান, জেলা স্কাউটসের কমিশনার আব্দুল মাজেদ, সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলার রোভার এর সহকারী কমিশনার নাজমুল হক, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র রোভার প্রতিনিধ আল শাহরিয়ার অনিক, রওনিক ই আহমেদ প্রাপ্তি প্রমুখ।

Share.
Exit mobile version