সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫ টায় সাতক্ষীরা শহরের হাটের মোড়ে সংসদ সদস্যের কার্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতনদীর স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, সহ-সাংগঠিক সম্পাদক ও দৈনিক সন্ধাবানীর সাতক্ষীরা প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার নাজমুল আলম মুন্না, নির্বাহী সদস্য দৈনিক সত্যপাঠের সাতক্ষীরা প্রতিনিধি আলি হোসেন, সাংবাদিক শেখ মিজানুর রহমান, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মাছুম বিল্লাহ, দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিনিধি শেখ আলি ইমরান, শিক্ষক ও সাংবাদিক মোর্তজা আলম প্রমুখ। মতবিনিময় কালে এমপি বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে কলুসিত করছে কিছু হলুদ সাংবাদিকরা। এটা পরিহার করে স্বেচ্ছাসেবক হয়ে সাংবাদিকতা করতে হবে।

Share.
Exit mobile version