সাতক্ষীরা সংবাদদাতা
ভারতে পাচারের সময় শনিবার সকাল ৮ টার দিকে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে বিজিবি ৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে।

আটক হওয়া স্বর্ণপাচারকারি রাশেদুল ইসলাম (২৪) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা।


সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বেলা ১১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এসআইপি’র সদস্য নায়েক হরমুজের নেতৃত্বে ৬ টি স্বর্ণের বারসহ ওই স্বর্ণকারবারীকে আটক করা হয়। আটক স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার টাকা।

এ সময় একটি ভ্যান যার মূল্য ৮০ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল জব্দ করা হয়। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান, কলারোয়া থানায় মামলা দিয়ে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

Share.
Exit mobile version