বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ আছর পারিবারিক আয়োজনে শহরের ঐতিহ্যবাহী দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাত পূর্ব যশোরের শীর্ষ আলেমগণ দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় যশোরের বরেণ্য আলেমগণ বলেন, বিভিন্ন অনুষ্ঠানে তার নাম বলার আগে যশোর উন্নয়নের কারিগর শব্দটা যুক্ত করা হয়। আক্ষরিক অর্থে তিনি যশোর উন্নয়নের কারিগর। তার চলে যাবার শূণ্যতা আমরা আলেম সমাজও অনুভব করেছি। তার হাতে গড়া যশোর মেডিকেল কলেজে এখনো ৫০০ শয্যার হাসপাতাল স্থাপন হয়নি। যশোরের নাগরিক সমাজ যখন খুলনা থেকে ঢাকাগামী ট্রেন যশোর জংশনে বিরতির জন্য আন্দোলন করেছিল। সে সময়ের কোন জনপ্রতিনিধির এমন জনবান্ধব কর্মসূচির বিষয় তৎপরতা লক্ষ্য করিনি। তখন আমরা তরিকুল ইসলামের শূণ্যতা অনুভব করি। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে যশোরবাসীর এই দাবিটি অবশ্যই পূরণ করতেন।
বক্তারা আরও বলেন, তরিকুল ইসলাম আলেম-ওলামাদের অত্যন্ত আস্থা ও প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন। তিনি আলেম সমাজকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতেন। তেমনিভাবে আলেম সমাজও তাকে অত্যান্ত সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতেন। তিনি সবসময় আলেম সমাজের খোঁজ খবর নিতেন। উনার কাছে যশোরের আলেমরা যে কোন প্রয়োজনে গেলে তিনি সর্বোচ্চ আন্তরিক ভাবে দেখতেন। এ সময় বক্তব্য রাখেন, যশোর দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, বকচর জামেয়া কুরআনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নাজির উদ্দিন, দড়াটানা মাদ্রাসার মুহতামিম মাওলানা হামিদুল ইসলাম, রেলস্টেশন মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রহমান এজাজী প্রমুখ। স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন, দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী। পরে বরেণ্য রাজনীতিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় তার পিতামাতাসহ পরিবারের অন্যান্য স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন, দড়াটানা মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বরেণ্য এই রাজনীতিকের বড় পুত্র দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ছোট পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা (বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাড. মাহবুব আলম বাচ্চু, ড্যাব যশোর জেলা শাখার সাবেক সভাপতি আবু আহসান লাল্টু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসহক, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর চেম্বার অব কর্মাস অ্যাণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিক উজ্জামান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, প্রবীণ সাংবাদিক অধ্যাপক মশিউল আযম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদৎ খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় নেতা নিজামুদ্দিন অমিত, জেলা জাসদের যুগ্ম-সম্পাদক অ্যাড. আবুল কায়েস, খেলাফত মজলিস যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন প্রমুখ।

